মাস্ক পরিধান করুন,,করোনা ভাইরাস কোভিড-১৯ থেকে বাচুনঁ, সেই পেক্ষিতে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোঃ মারুফ আদনানের নির্দেশেনায় কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ নেতা ছালামাত উল্লাহ সাওনের নেতৃত্বে রামুর কাউয়ার খোপ বাজারে নানা পেশাজীবি, শ্রমজীবি,পথচারীদের মাঝে মাস্ক বিতরন করা হয়।
৮ ই এপ্রিল বৃহস্পতিবার দুপুরে লকডাউনের ৪র্থ দিনে রামুর কাউয়ার খোপ বাজারের বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে মাস্ক বিতরন করা হয় এবং করোনা ভাইরাস সম্পর্কে সচেতনামুলক অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ নেতা ও কাউয়ারখোপ ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক ছালামাত উল্লাহ সাওন বলেন, বর্তমানে করোনা ভাইরাস এর দ্বিতীয় ধাপের প্রকোপ বৃদ্ধি পেয়েছে, উক্ত ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদের প্রাথমিকভাবে ধাপ হচ্ছে মাস্ক পরিধান করা সে প্রেক্ষিতে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমার নেতা মারুফ আদনান ভাই আমাকে নির্দেশনা প্রদান করেন আমার ইউনিয়নে পথচারী দোকানদারসহ বিভিন্ন লোকের কাছে মাক্স বিতরণ করার জন্য তারই প্রেক্ষিতে আজ আমার এই আয়োজন, সবাইকে বিনীত অনুরোধ জানাব আপনারা সবাই মাক্স পরিধান করুন সুস্থ থাকুন এবং অপরকেও সুস্থ রাখুন।
তাছাড়া উক্ত মাস্ক বিতরণ ও সচেতনামুলক অভিযান পরিচালনার সময় ছাত্রনেতা মোহাম্মদ মনজুর,জহির উদ্দিম,বাবু, মোহাম্মদ রিয়াজ
রিসাদ,ইমরান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।