কিছু কুলাঙ্গার সন্তানেরা বিশ্বে তোমার নাক কেটেছে
যারা তোমাকে সর্বদা মা বলে সম্বোধন করে,
সরকারি চাকুরিজীবিরা নিজেদেরকে প্রভু ভাবতে বসেছে
তোমার বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের জেলে পুরে রেখেছে।
দেশের সব রাজনৈতিক দল তোমাকে সরিয়ে ওদের একজনকে বাংলার মসনদে বসাতে চায়
তাদের অতীত জীবনের বিতর্কিত কর্মকান্ডে জনসাধারন কি ভরসা পায়?
আমাদের দাবী জাতির কল্যানে তোমরাও কাজ করে দেখাও
জাতি নিজের প্রয়োজনে তোমাদের মসনদে বসিয়ে দেবে।
যারা সাংগঠনিক দক্ষতা নিয়ে নেতা প্রস্তুতে করেন গবেষনা
অর্থের লোভে নিক্ষিপ্ত হন ইতিহাসের আস্তাকুড়ে,
যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারনে বয়ে বেড়ান যাতনা
তাদের আলোচনায় রবে আজন্ম চিরকাল বাংলা মায়ের দামাল সন্তানেরা।