রূদ্র অয়ন
✍ রুদ্র অয়ন
প্রেয়সীতমা,
জুড়োয় না চোখ
কতদিন তোমার প্রান্তরে ;
কতদিন তোমার বুকে
মাথা রেখে
হয়না শান্তির সন্ধ্যান।
নিঃশ্বাস নিঃশ্বাসে
বিলীন হয়না কত শতদিন
তোমার আমার আবেগী শরীর।
ভীষণ মনে পড়ে
তোমায় প্রেয়সীতমা,
নিঃসঙ্গ জানালায়
একাকীত্ব দীর্ঘশ্বাসে!
মনে পড়ে তোমায়-
গোধুলি আলোর
শেষ মিছিলের আলিঙ্গনে।
কত কিছুই না বলা রয়ে গেলো
সময়ের তাগিদে
হলোনা বলা কিছুই।
তুমি হারিয়ে গেলে
ভালোবাসার অস্ত নিমিষে।
তারপর থেকেই
খুঁজি বেড়াই তোমার অস্তিত্ব,
গোধূলি লগ্নের আবছায়াতে ;
নতুন প্রভাতে
স্নিগ্ধ আলোর আধিপত্যে।
আজ বড়ই অসহায় আমি,
তোমাকে স্পর্শের আকাঙ্ক্ষায় ;
ভালবাসার ছোঁয়ায়
ব্যাকুল হয়ে ওঠছি!
যে ভালোবাসার অঙ্গিকারে
আমরা ছিলাম প্রতিজ্ঞাবদ্ধ,
সেই ভালোবাসার মাঝে
আজ অতিমাত্রায় দূরত্ব!
তবুও তোমায়
স্পর্শ করে যাই
অনুভবে
একান্তে
মনের কল্পনায়।
শুধু ভালোবাসার দিব্যিতে
আজও অপেক্ষায় প্রহরগুনি,
তোমার বুকে
মাথা রাখার প্রত্যয়ে।
তুমি এসো প্রেয়সীতমা,
নতুন কোনও ভোরে
সূর্যোদয়ের নির্মল আলোতে।