দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের দিগন্ত সড়কে ৫টি দোকানঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখায় আরও ৩ টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শুক্রবার রাত ১১ টার সময় একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হলে তা মুহুর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা ১ ঘন্টার চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়। আগুনে ৫টি দোকানঘর তাৎক্ষনিক পুড়ে ছাই হয়ে যায় এবং ৩টি দোকানের আংশিক ক্ষতি হয়। ঘটনাস্থল যুরে দেখা যায়,আগুনে পুড়ে শেষ সম্বলটুকু হারিয়ে দোকানের মালিকরা নির্বাক হয়ে গেছে। পুড়ে যাওয়া দোকানের আশেপাশে বিভিন্ন সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও নির্ধারন করা সম্ভব হয়নি। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।