কাউন্সিলর দিনা ও তার খালার মধ্যে বাড়ি ভাড়া নিয়ে একটি ঘটনা ঘটে। সেখানে দিনার খালাতো ভাই রুবেল ছাত্রলীগের আরিফ, রাকিব, তামিম, অনিকসহ বেশ কয়েকজনকে নিয়ে একটা হামলা ও মারামারির একটি ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ একে অন্যের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে।
এ বিষয়টি নিয়ে ছাত্রলীগের যাদের নাম এসেছে তারা ও দিনার খালার পক্ষ থেকে তেমন কোন বক্তব্য কোন মিডিয়ায় আসে নি। সকল মিডিয়াতে কেবল দিনার বক্তব্য নিয়েই সংবাদ পরিবেশন করা হচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক বাংলা সংবাদকে জানান, কাউন্সিলর দিনা তার খালার উপর হামলা চালিয়েছে। এতে একটি মিমাংশার কার্যক্রম চলছে।
অন্যদিকে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউন্সিলর দিনার উপর হামলা করা হয়েছে এমন খবরে ছেয়ে গেছে। বিষয়টি নিয়ে সাধারন মানুষের মধ্যে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। কার কথা সত্য? ওসি কামরুল ফারুকের নাকি মিডিয়ার?