হিলি প্রতিনিধি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ’কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে (বর্ডার গার্ড) বাংলাদেশ বিজিবি।
শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের শূন্যরেখায় (জিরোপয়েন্ট) জয়পুরহাট ২০ বিজিবি’র অধিনায়কের পক্ষে হিলি সিপি ক্যাম্প কমান্ডার ইয়াসিন আলী ভারতের ৬১ ব্যাটালিয়নের ইন্সপেক্টর ওমা রামকে মিষ্টি উপহার দেন।
এ সময় সিপি ক্যাম্পের নায়েব সুবেদার হেলাল উদ্দিনসহ ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন।