হেফাজতের হরতালে নাশকতা সহিংসতা সৃষ্টির অভিযোগে র্যাব ১১’র অভিযানে কাউন্সিলর ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার (৭ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকা থেকে হেফাজত ইসলামের ডাকা হরতালে মহাসড়কে নাশকতার অভিযোগে কাউন্সিলর ইকবাল হোসেনকে (৪২) গ্রেফতার করা হয়েছে। তিনি মিজমিজি বড়বাড়ী পশ্চিমপাড়ার মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ডের কাউন্সিলর।
জিজ্ঞাসাবাদে ইকবাল জানায়, গত ২৮ মার্চ হেফাজত ইসলামের ডাকা হরতাল পালনকালে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক, সানারপাড়, শিমরাইল ও চিটাগাংরোড এলাকায় ব্যাপক সহিংসতা, গাড়ী ভাংচুর, নাশকতা সৃষ্টি ও অগ্নিসংযোগ করে জনমনে ভীতি সঞ্চার ও সরকারি কাজে বাধা সৃষ্টি করে।
ওই ঘটনায় র্যাব ও পুলিশ সিদ্ধিরগঞ্জ থানায় ৬টি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী ইকবাল মামলার এজহারনামীয় আসামী।