হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে জ্বিনের বাদশা সেজে পালাক্রমে একাধীকবার ধর্ষনের অভিযোগে দুই জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ মার্চ) সকালে হাকিমপুর (হিলি) উপজেলার ডাংগাপাড়া নাকম গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বিশাইনাথপুর গ্রামের মমতাজ আলীর ছেলে আব্দুল মোত্তালেব (৪০) এবং একই গ্রামের ফয়জার রহমানের ছেলে ইসলামইল হোসেন (৩২)।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদেীস ওয়াহীদ জানান, চলতি মাসের ৪ তারিখে গুপ্তধনের লোভ দেখিয়ে আরজিনা আক্তার নামে একটি মহিলাকে তারা রাতভর ধর্ষন করে এবং মহিলাকে তারা ভয়ভীতি দেখিয়ে এতাদিন চুপ করে রাখেন।
কিন্তু মঙ্গলবার (১৬ মার্চ) দুই আসামী আবার মহিলার বাড়িতে গেলে গ্রামের লোকজন তাদের আটক করে। উক্ত দুই আসামী ৯৯৯ নাম্বারে ফোন করে এবং বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।
পরে আরজিনা আক্তারের কাছ থেকে আসল ঘটনা জানার পর পুলিশ দুই আসামীকে হাকিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে মহিলা বাদী হয়ে হাকিমপুর থানাতে ধর্ষন মামলা দায়ের করেন।