হিলি প্রতিনিধি
হিন্দু সম্প্রদায়ের দোলযাত্রা উৎসব ও মুসলমান সম্প্রদায়ের পবিত্র শবে বরাত উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুইদিন ভারত বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী বুধবার সকাল থেকে আবার পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে।
হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব জানান, দোলযাত্রা উৎসব উপলক্ষে ভারতীয়রা আজ সোমবার সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রেখেছে। যার কারণে সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুইদেশের মাঝে পণ্য বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পূর্বে আমদানিকৃত পণ্য ছাড়করণসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু রয়েছে। পণ্যগুলো ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।